উন্নয়নশীল দেশ হিসেবে সামনে বৈশ্বিক প্রতিযোগিতার মুখোমুখি হবে বাংলাদেশ। এটি মাথায় রেখে, ব্যবসায়ীদের প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় মেড ইন বাংলাদেশ উইকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। একইসঙ্গে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী গুণগত পোশাক ও দক্ষ শ্রম ব্যবস্থার ওপর জোর দেন সরকার প্রধান।
করোনা সংকট কাটিয়ে রপ্তানি আয় বাড়াতে পোশাকখাতকে বিশ্বের কাছে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ উইক’ আয়োজন করেছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার শুরু হয়েছে এই প্রদর্শনী। রবিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সপ্তাহব্যাপী এ আয়োজনে যোগ দিয়েছেন পোশাক কারখানার মালিক, ক্রেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। করোনার মধ্যে ব্যবসা সচল রাখতে পোশাক খাতে প্রণোদনার বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানির নতুন ক্ষেত্র ও পণ্যের বহুমুখীকরণে সহযোগিতা করা হচ্ছে।
যত্রতত্র কারখানা না করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শ্রমিকরা যেন উৎসাহ পায় জোর কাজের এমন পরিবেশের ওপরও। আওয়ামী লীগ সরকার ব্যবসাবন্ধব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ স্বর্গরাজ্য।
তিনি জানান, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।