মুষলধারের বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশকিছু এলাকা। মঙ্গলবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। এই রিপোর্ট লেখা পর্যন্ত যা এখনো চলছে। গত কয়েকদিনের তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি স্বস্তি বয়ে আনলেও তৈরি হয়েছে ভোগান্তিও।
মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে।
ফার্মগেটে বাসিন্দা সুমাইয়া রহমান বলেন, গলির রাস্তায় হাটু পানি জমেছে, কোন রিকশা রিকশা পাচ্ছি না।
বৃষ্টিতর কারণে সকালেই রাজধানীর কয়েকটি সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। তীব্র যানজট তৈরি হয়েছে কারওয়ান বাজার থেকে বিজয় স্মরনি সিগন্যাল পর্যন্ত।
এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়েছিল। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।