রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৪৮ রানের জবাব ব্যাট হাতে দারুণভাবে দিচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। চতুর্থ দিনে রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪২৬ রান।
পাকিস্তানের চেয়ে আর মাত্র ২২ রানে পিছিয়ে আছে শান্ত বাহিনীরা। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শুরুটা বেশ সাবধানে সামাল দেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু ১১৪ রানের জুটি ভেঙ্গে নাসিম শাহের বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন লিটন।
এরপর ক্রিজে এসে মুশফিককে ভালোই সঙ্গ দিয়েছেন মেহেদী মিরাজ। ক্যারিয়ারের ১১তম টেস্ট শতক তুলে নেন মুশফিক। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ১২ টি চারে ২০৮ বলে ১০১ রানের ইনিংসে অপরাজিত আছেন তিনি। মিরাজ অপরাজিত রয়েছেন ২৯ রান করে।
ড্রয়ের দিকে গড়ানো টেস্টে এখন কিছুটা আলোর আশা দেখছে বাংলাদেশ। কারণ এই টেস্টের এখনো পাঁচটি সেশনের খেলা বাকি রয়েছে। তাই পাকিস্তানের রান টপকে নিজেদের প্রথম ইনিংসে যত বেশি রান তোলা সম্ভব, সেদিকেই লক্ষ্য থাকবে টাইগারদের।
ইমাম/এসএ/দীপ্ত সংবাদ