রমজান উপলক্ষ্যে ব্রয়লার মুরগির দাম কমিয়ে প্রতিকেজি ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে কাজী ফার্মসসহ দেশের ৪টি বড় উৎপাদক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে আলোচনায় প্রতিষ্ঠানগুলো এ ঘোষণা দেয়।
এতে মুরগির বাজার স্থিতিশীল হবে বলে মনে করছে সরকারি সংস্থাটি।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির দেশের নিত্যপণ্যের বাজার। সম্প্রতি রমজানকে সামনে রেখে আরেক দফা বেড়েছে ব্রয়লার মুরগিসহ প্রায় সব পণ্যের দাম।
এই অবস্থায় মুরগির বাজার স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার দেশের ৪টি শীর্ষ উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিষ্ঠানগুলো হলো– কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।
সংস্থাটির রাজধানীর কার্যালয়ের এই আলোচনায় ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেন উৎপাদকরা। তারপরও রমজানে দাম কমিয়ে আনার ঘোষণা দেন প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা।
কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, খাদ্যের দাম বাড়ে তবে এটি কমতেও পারে। খাদ্যের দাম কমলে আমরা আরও কমাতে পারবো। এবার বাজারের অবস্থাটা অনেকটাই অস্বাভাবিক। রমজানের সময় বাজারের যে ঘাটতি, সেটা কখনো হয়নি।
বড় ৪টি উৎপাদক প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তে ব্রয়লার মুরগির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করে জাতীয় ভোক্তা অধিকার।
এ এইচ এম সফিকুজ্জামান জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক রমজানে বাজার স্থিতিশীল রাখতে তদারকি আরও জোরদারের ঘোষণা দেন।
এফএম/দীপ্ত সংবাদ