নতুন গান রেকর্ডিং করতে মুম্বাইয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর। সেই গানের একটির রেকর্ডিং হয়েছে ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমানের কে এম স্টুডিওতে। অস্কারজয়ী সুরকারের স্টুডিওতে গানে কণ্ঠ দিয়ে দারুণ উচ্ছ্বসিত আসিফ। সোশ্যালে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটা নিজেই জানিয়েছেন গায়ক।
জানা গেছে, মুম্বাইয়ে এ আর রাহমানের স্টুডিওতে দুটি গানে কন্ঠ দিয়েছেন আসিফ। তার সঙ্গে দ্বৈত গানে কন্ঠ দিবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
এ আর রাহমানের মুম্বাইয়ের কে এম স্টুডিওতে গান রেকর্ডিং শেষে আসিফ ফেসবুকে লিখেছেন, ‘মুম্বাই এসেছি কিছু রেকর্ডিংয়ের কাজে। দুটো গানের ভয়েস দিলাম শ্রদ্ধেয় এ আর রাহমান স্যারের কে এম স্টুডিওতে। কমপক্ষে ১৫ হাজার স্কয়ার ফিটের সুবিশাল স্টুডিও। ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, কি চমৎকার পরিবেশ!
যারা উনার কাছে মিউজিক ক্লাস করেন, তাদের জন্য ছাদে শেড দেওয়া সুন্দর খোলামেলা স্কুল। তার ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছি, এটা পরম সৌভাগ্য আমার জন্য। ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও পেলাম।
আসিফ সবশেষে লিখেছেন, বাংলাদেশে পেশাদার রেকর্ডিং স্টুডিওগুলো সব বন্ধ হয়ে গেছে। সেখানে তৈরি হয়েছে সুউচ্চ বিল্ডিং।
ঘটনা এখানেই শেষ নয়, ওই ছবির পরিচালক দ্বিতীয় গানেও আসিফের কণ্ঠ চান। তাই ২১ মে ফের মুম্বাই যাবেন আসিফ। এমনটাই নিশ্চিত করেছেন আসিফের সফরসঙ্গী ও সংগীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু।
আল / দীপ্ত সংবাদ