আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ।
মঙ্গলবার (৩০ মে) বেলা ১১ টার থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সুপারমার্কেট এলাকার জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা দিয়ে মুত্যুবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এছাড়া শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার প্রায় ৫০টি স্থানে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান, একে এম ইরাদত মানু, শহর বিএনপির সদস্য সচিব মাহবুবুর আলম স্বপন ও পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন।
এ সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও প্রয়াত বিএনপির নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তির জন্য দোয়া করা হয়। এ সময় বক্তরা বলেন, বাংলাদেশ যে কঠিন সময়ের মধ্য দিয়ে পার করছে। এ শেষ সময়ে মানুষের অধিকার আদায়ে আমাদের রাজপথে থাকতে হবে। সকলে এক সাথে মিলে এ ফেসিবাদি সরকারকে বিতারিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এ শোক কে শক্তিতে রূপান্তর করে এ সরকারে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াঁতে হবে।
আল/দীপ্ত সংবাদ