শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

মুন্সীগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিনএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মসজিদের এক ইমাম নিহত হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজিখান উপজেলা বালুচর ইউনিয়নের মোল্লাচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আব্দুল ওহাব খান সুমন (৪৩)। সে উপজেলার ভক্তভলি ইউনিয়নের মধ্যনগর বড় মসজিদের ইমাম ও খতিব ছিলেন। সুমন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্পানিচর গ্রামের মৃত মোবারক আলী খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের মা অসুস্থ বিধায় মাকে দেখার জন্য ফজর নামাজ পড়েই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বালুচর ইউনিয়নের মোল্লাচর বাজারে আসলে সিনএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় সুমন। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, সকাল দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্ত খরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২০

সিরাজদিখান থানার এসআই নিজাম জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। মূলত সিনএনজি চালক অতিরিক্ত স্প্রিডে রং রোডে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। সিএনজির চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে।#

কায়সার হামিদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More