র্যালি কিংবা আলোচনা সভা নয় ভিন্ন আয়োজনে মুন্সীগঞ্জে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন করা হয়েছে। ‘পরিযায়ী পাখির জীবন বাঁচাতে জল‘ এই প্রতিপাদ্য নিয়ে মুন্সীগঞ্জে এ দিবসটি পালন করেন বার্ড বাংলাদেশ।
শনিবার (১৩ মে) দুপুর দিকে বার্ড বাংলাদেশ আয়োজনে সদর উপজেলার চিতলিয়া রজতরেখা নদীতে পরিযায়ী পাখি দেখে দিবসটি পালন করা হয়।
এসময়, চিতলিয়া থেকে মোহনপুর পর্যন্ত কয়েক প্রজাতির পরিযায়ী পাখি ও দেশীয় পাখি দেখা গেছে। মানুষের উপস্থিতি দেখে ঝাকে ঝাকে পরিযায়ী পাখি ও দেশীয় পাখিগুলো এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে।
বার্ড বাংলাদেশ ও পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার বলেন, পাখি দেখার যে আনন্দ সেটা কাছ থেকে না দেখলে বুঝা যায় না। তবে এসব পাখিদের নিরাপদে বিচরণ জন্য দেশের পরিকল্পনা বনাঞ্চল, পাখি ও জলাশয় রক্ষণাবেক্ষণে তাদেরকে আরো সতর্ক হতে হবে।
আফ/দীপ্ত সংবাদ