মুন্সীগঞ্জ পৌরসভার উপ–নির্বাচনে মেয়র পদে প্রথমবারের মতো নারী মেয়র হিসেবে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জগ প্রতীকের চৌধুরী ফাহরিয়া আফরিন।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
চৌধুরী ফাহরিয়া আফরিনের মোট প্রাপ্ত ভোট সংখ্যা ২১ হাজার ৯ শত ৯৪। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এসএম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন মাত্র ৬ শত ১০ ভোট। এতে বেসরকারি ভাবে ২১ হাজার ৩ শত ৮৪ ভোট বেশি পেয়ে ফাহরিয়া আফরিন মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন।
চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সীগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিণী এবং মুন্সীগঞ্জ জেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের পুত্রবধূ।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর মেয়র পদটি শূন্য হয়।
কায়সার/এসএ/দীপ্ত সংবাদ