মুন্সীগঞ্জের চলন্ত ইজিবাইক উল্টে রাস্তার পাশে খালে পড়ে গিয়ে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক মোহাম্মদ ইব্রাহিম (৪৮) বরিশাল হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
জানা গেছে, সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকা থেকে ধানের কুরা নিয়ে নিয়ে পঞ্চসারের নৈরপুকুর পাড় এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঘাসিপুকুরপাড় এলাকার ব্রীজের সামনে গিয়ে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় চালক ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। তার বুক আর হাতের হাড় ভেঙে গেছে।
মো. কায়সার হামিদ/এমি/দীপ্ত নিউজ