চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় ভোটকেন্দ্রের বাইরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। ছবি তুলতে গেলে সাংবাদিককে মারধর করা হয়।
বুধবার (৮ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক গোলজার হোসেন মানবজমিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেন, তিনি মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি। আর মারধরের শিকার পুলিশ সদস্যের নাম মো. সোহেল।
হামলায় অভিযুক্ত ব্যক্তির নাম মনিরুল হক মিঠু। তিনি হোসেন্দি ইউপি চেয়ারম্যান এবং আনারস প্রতীকের প্রার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থক মনিরুল হক মিঠু লোকজন নিয়ে জড়ো হন। পরে পুলিশের ওপর তারা হামলা চালায়। ঘটনার ছবি ও ভিডিও নেওয়ায় সাংবাদিক গোলজার হোসেনের ওপর হামলা চালানো হয় ও ফোন কেড়ে নেওয়া হয়।
পুলিশ সদস্য মো. সোহেল রানা বলেন, ‘কেন্দ্রের পাশে একটি দোকান ছিল। সেখানে আনারস প্রতীকের সর্মথকেরা জড়ো হচ্ছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমি তাদের সরে যেতে বলি। সে সময় আনারসের সমর্থকেরা আমার ওপর হামলা চালায়। সাংবাদিক ছবি তোলায় তাকেও মারধর করে।
ভুক্তভোগী সাংবাদিক গোলজার হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রের পাশে পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করছিল চেয়ারম্যান মিঠু। সে ঘটনার ছবি ও ভিডিও করায় আমাকেও মারধর করা হয়েছে। আমার ফোন ছিনিয়ে নিয়ে সব ছবি, ভিডিও মুছে দিয়েছে। ফোনটি তারা ভেঙে ফেলেছে।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ–পরিদর্শক রতন বৈরাগী। তিনি জানান, ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোন সমস্যা হয়নি। সব ঠিক আছে। এ ব্যাপারে আর কিছু বলতে পারবেন না।
এ ঘটনায় বিষয়ে জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বলেন, ‘ভবানীপুর কেন্দ্রটি পরিদর্শন করেছি। সেখানে পরিবেশ সুষ্ঠু রয়েছে, স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো আইনশংঙ্খলার অবনতি হয়নি।’
এসএ/দীপ্ত সংবাদ