পলিপাস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। যার কারনে করতে হবে অস্ত্রোপচার।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়ে নিজের ভেরিফাই ফেসবুকে শুভ নিজেই এমন তথ্য জানান।
ইতিধ্যেই বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার‘ সিনেমাটি গত শুক্রবার সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে।
আরিফিন শুভ অভিনীত সিনেমাটি ইতিমধ্যেই দেশবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। মুক্তির দিন থেকেই ‘মুজিব‘ সিনেমাটি বেশ পছন্দ করছেন দর্শকরা। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ২০টি শো দিয়ে শুরু হলেও মাঝে একটা শো বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। মুক্তির দুই দিন না যেতেই ১৫৩ থেকে ১৬১টি সিনেমা হলে চলছে ‘মুজিব‘ বায়োপিক।
মুক্তির ঠিক ৪দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার এ স্টার বয়।
শুভর স্ট্যাটাসে লেখেন, “বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেনা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। ‘মুজিব’ চলছে মহাসমারোহে সারাদেশে।“
মোরশেদ আলম/দীপ্ত নিউজ