দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদেরকে কটুক্তি ও গালিগালাজ করায় তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা গণ।
শনিবার (১১ মে) বিকেল সাড়ে দিকে খানসামা উপজেলা (পাকেরহাটস্থ) বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর ম্যুরাল সম্মুখে বীর মুক্তিযোদ্ধা গণ এ তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেন।
এর আগে গত ২৮ এপ্রিল খানসামা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
তারা জানান, গত ২৬ এপ্রিল শুক্রবার রাতে খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খানসামা ডিগ্রি কলেজ মাঠে তার আমন্ত্রণীত এক নির্বাচনী সভায় খামারপাড়া ইউনিয়নের দুহশুহ চৌধুরী পরিবারের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (রব্বানী) চৌধুরী এই দুইজন বীর মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য ও চুরি,ডাকাতি,খুন ও ছিনতাই নিয়ে বক্তব্য দিয়েছে।
যেটি পুরো বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে।যেটি স্থানীয় সাংবাদিক দের ফেইসবুকে ছড়িয়ে পড়ে।তার এই জঘন্য হীন আচরণে অত্র উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবার সহ সর্বস্তরের জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হয়।সে (সাইফুল ইসলাম) বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে এই উগ্র ও নির্লজ্জ বক্তব্যে দেশের গর্বিত সন্তান তথা সমগ্র বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি করে তুচ্ছ তাচ্ছিল্ল করা দেশ বাসীর নিকট প্রশ্ন তুলেছে।সে কি স্বাধীনতা বিরোধী চক্রের এজেন্ট,নাকি ৭১ এর রাজাকার আলবদরের উত্তরসূরী।বঙ্গবন্ধুর বাংলায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি করে কেউ পার পায়নি বা পাবেনা।যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করেছে।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর ইসলামকে দ্রুত সময়ের মধ্যে দল থেকে বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পিছপা হবে না।
সুলতান/ আল / দীপ্ত সংবাদ