কলেজের গন্ডি পেরিয়ে উচ্চতর ডিগ্রীর জন্য ভর্তি হোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি উপস্থাপনায় মনোনিবেশ করেন তখনই। শুরুতে বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক অনুষ্ঠানে উপস্থাপনা কললেও পরবর্তিতে যুক্ত হয়েছে জনপ্রিয় টেলিভিশন, রেডিওতে। উপস্থাপনার পাশাপাশি বাণিজ্যিক বিজ্ঞাপন, রেডিও জকি, ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ের স্নাতক সম্পন্ন করেছেন ।
সম্প্রতি অনুষ্ঠিত মিসেস বাংলাদেশ প্রতিযোগিতার টপ ৫০ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই টপ ৫০ এ জায়গা করে নিয়েছে সময়ের জনপ্রিয় তরুণ উপস্থাপিকা তমা রশিদ। ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি জানান , “আপাতত উপস্থাপনা , বিজ্ঞাপন আর ফটোশুট নিয়ে ব্যস্ত থাকতে চাই স্নাতকোত্তর শেষে চাকরি জীবনে প্রবেশ করলেও উপস্থাপনা আমি সবসময় করে যেতে চাই । নাটক বা সিনেমা করার ইচ্ছা আমার নেই । আমি উপস্থাপনা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। কেবল দেশে নয়, বাংলা ভাষার উপস্থাপিকা হিসেবে বিদেশের মাটিতেও নিজের স্থান শক্ত করতেই আমি কাজ করছি । আশা করছি মিসেস বাংলাদেশের প্লাটফর্ম আমাকে এ বিষয়ে অনেকটা সাহায্য করবে । এখানে এসে অপূর্ব ভাইয়া আর জোনাকি আপুর মতো অসম্ভব ভালো মানুষকে পেয়েছি । মাত্র তিন দিনেই নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি । আমি খুব আশাবাদী”।
শুরুতে সুন্দরী প্রতিযোগিতায় কেবল অবিবাহিত নারীদের জন্য অনুষ্ঠিত হলেও বর্তমানে তা সকল নারীদের জন্য উন্মুক্ত করেছে অপূর্ব ডটকম । আয়োজকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনলাইনে প্রায় আট হাজার আবেদন জমা পড়েছিল এ বছর। সেখান থেকে ৫০০ জনকে প্রাইমারি অডিশনে ডাকা হয় ১ ও ২ অক্টোবর। এদের মধ্য থেকে নির্বাচন করা হয় সেরা ১০০ জনকে । সেখান থেকে নির্বাচন করা হয় টপ ৫০।