রাজধানীর মিরপুর–১ নম্বরে দিনে–দুপুরে গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মো. মাহমুদুল ইসলাম (৫৫)। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম মৃত জামাল উদ্দীন। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।
গুলিবিদ্ধ মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাসা থেকে মিরপুর–১০ নম্বর গোল চত্বরে অবস্থিত নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ছয় জন দুর্বৃত্ত পথরোধ করে। তারা আমার সঙ্গে থাকা টাকা দিয়ে দিতে বলে এবং না দিলে কোমরের বাম পাশে গুলি করে। এরপর আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, শুনেছি দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে মিরপুর বিভাগের সহকারী উপ–পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে যাই। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে স্বজনরা জানিয়েছেন, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।