মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রুমা আক্তার (৩০) নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ এবং অর্থদণ্ড বাদী আকরামকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুলাই) বিকেলে এ রায় ঘোষণা করেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান।
দণ্ডপ্রাপ্ত রুমা আক্তার বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের শসাতলা গ্রামের জামাল মল্লিকের স্ত্রী।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত রুমা আক্তার ২০১৭ সালের ১০ মার্চ মৃত নুরু সরদারের ছেলে আকরামের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান, তার স্বামী প্রায়ই বাড়িতে না থাকার সুযোগে আকরাম তাকে উত্ত্যক্ত করতেন। ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই গ্রামের লুৎফার বাড়ি থেকে জামালকে নিয়ে বিলের মধ্য দিয়ে বাড়িতে আসার পথে বাড়ির কাছাকাছি এলে আকরাম তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন।
ট্রাইব্যুনাল মামলাটি বরগুনা থানায় এজাহারের নির্দেশ দেন। তদন্ত শেষে বরগুনা থানার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ৩১ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, আকরাম নির্দোষ এবং বাদী রুমা মিথ্যা মামলা করেছেন।
অভিযুক্ত আকরাম বলেন, আমার মান–সম্মান রুমা শেষ করে দিয়েছেন। তার স্বামীর সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ থাকার কারণে আমার বিরুদ্ধে জঘন্য ও মিথ্যা মামলা করেছেন।
রুমা কোর্ট প্রাঙ্গণে বসে বলেন, এ রায়ের বিরুদ্ধে আমি আবার হাইকোর্টে আপিল করবো।
রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আশরাফুল আলম বলেন, আকরাম ন্যায় বিচার পেয়েছেন। এই ম্যাসেজটি জনগণের কাছে পৌঁছলে এভাবে কেউ আর মিথ্যা মামলা করবেন না।
এসএ/দীপ্ত নিউজ