বঙ্গোপসাগরে ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে ভারত থেকে কিছু জেলে এসে মাছ ধরতে আসার তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ফরিদা আক্তার বলেন, যখন আমাদের জেলেরা নিষেধাজ্ঞার কারণে সাগর বা নদীতে যেতে পারে না, তখন কোস্টগার্ড ও নৌ পুলিশ তাদের নজরদারিতে রাখে। তবে এই সুযোগে ভারতীয় কিছু জেলে এসে মাছ ধরছে, এমন খবর আমরা পাচ্ছি। বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে কোস্টগার্ডকে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। আমরা চাই দেশের মানুষই ইলিশ খাবে, বিদেশি কেউ এসে চুরি করে না ধরুক।
ইলিশের ডিম পাড়ার সময় নির্ধারণ নিয়ে তিনি বলেন, ভারত যদি ভুল করে, আমরা সেই ভুল করব না। আমাদের দেশে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয় আশ্বিন মাসের পূর্ণিমার চার দিন আগে থেকে মোট ২২ দিন। কারণ ইলিশ ক্যালেন্ডারের তারিখে নয়, চাঁদের অবস্থান অনুযায়ী ডিম পাড়ে।
তিনি আরও বলেন, আমাদের সিদ্ধান্ত বিএফআরআই গবেষক, মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জেলেদের সঙ্গে আলোচনা করেই নেয়া হয়েছে। যারা নদী ও সাগরে থাকেন, তারাই সবচেয়ে ভালো জানেন কখন ইলিশ ডিম পাড়ে।