ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ (২৭ অক্টোবর)। জন্মদিনে উপলক্ষে অনেকেই উপহার হিসেবে বিভিন্ন ব্যতিক্রমী জিনিস পেয়ে থাকেন। সেই দিক থেকে মাহিয়া মাহিও কম যাননি। বরং তিনি আরও এক কাঠি এগিয়ে উপহারটি পেয়েছেন জন্মদিনের মাহেন্দ্রক্ষণ আসার ৪২ মিনিট আগে।
একসঙ্গে দুটি জায়গায় ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর পদ পেয়েছেন এই নায়িকা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের সেই দুটি পাতাই মূলত ফেসবুকে প্রকাশ করেন তিনি।
সেখানে একটি পাতায় বলা হয়, আগামী দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদের ভার মাহিকে দেওয়া হয়েছে। অপরটিতে বলা হয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও এই চিত্রনায়িকা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
মাহির স্বামী রাকিব সরকারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গাজীপুরের ছেলে রাকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। স্বামীর মতো এবার মাহিও যোগ দিলেন সংগঠনটির সঙ্গে।
১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্ম নেন মাহিয়া মাহি। ঢালিউডে তার পরিচিতি মাহিয়া মাহি নামে হলেও এই অভিনেত্রীর আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে “ভালোবাসার রঙ” সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন তিনি। সর্বশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে গত ৭ অক্টোবর মুক্তিপ্রাপ্ত “যাও পাখি বলো তারে” সিনেমায়।