বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

মাহজাবিন রেজা চৌধুরী প্রযোজিত ক্লোজআপ এর ফিল্ম “টেইক অফ”

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রতিবছরের মতো ভালবাসা দিবসে অন্যতম আয়েজন ক্লোজআপ কাছে আসার গল্প। ক্লোজআপ তাদের এই আয়জনকে আরো সময়োপযোগী করতে নির্মান করেছে “ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প”। প্রতিবারের মতো এবারো আগামী ১৪ই ফেব্রুয়ারি তিনটি গল্প দর্শকবৃন্ধ ১৪টি টিভি পর্দায় এবং ইউটিউব প্ল্যাটফর্মে ফিল্মগুলো দেখতে পারবেন। মাহজাবিন রেজা চৌধুরী প্রযোজিত অমিতাভ রেজা চৌধুরী পরিচালনায় এবারের ক্লোজআপ এর ফিল্ম “টেইক অফ”।

আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আমরা অনেক ভালবাসার মুহূর্ত হারিয়ে ফেলি, হারিয়ে ফেলি আমাদের কাছের মানুষগুলোকেও। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সচরাচর যেধরনের গল্প দেখি ভালবাসা দিবসের এই গল্পগুলো তাঁর থেকে একটু আলাদা এবং একে কেন্দ্র করে দর্শক মনে একধরনের আগ্রহ কাজ করে, যার ফলে আমরাও অনেক আশা নিয়ে কাজটা করে থাকি। প্রতিবার দর্শকদের পাঠানো চিঠি থেকে গল্প মনোনয়ন করা হলেও, এবার আর সেরকম হয়নি। আমাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে আমরা এই সময়ের তরুণ- তরুণীদের ধ্যান-ধারনা , চিন্তা, ভাবনাকে প্রাধান্য দিয়ে আমাদের গল্প সাজিয়েছি।

অভিনেতা- অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তামিম মৃধা, প্রিয়ন্তী উর্বী, মায়ামী খূল্ দ এবং ফাইজুল ইয়ামিন, করবী মিজান, তাপস মৃধা সহ আরো অনেকে।

প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী জানান, গত বছরের মতো এইবারও আমাদের সুযোগ হয়েছে ইউনিলিভার বাংলাদেশ এর এই প্রজেক্টে কাজ করার। যার ক্রিয়েটিভ সুপারভিশনে দীর্ঘদিন ধরে গৌরবের সাথে কাজ করে যাচ্ছে অ্যাডকম লিমিটেড। প্রতিনিয়ত তাঁরা আমাদের সার্বিক সহযোগিতা করেছে। প্রযোজক হিসেবে আমি এই কাজটির সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত, কারণ আমি বিশ্বাস আমরা পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ভালবাসার গল্প নির্মার্ণে বরাবরই তাঁর মুন্সিয়ানা দেখাতে পারেন। তাছাড়া নতুন নির্মাতাদের সাথে কাজ করতে করতে ইচ্ছুক। নতুন ধারাকে মাথায় রেখে যেকোন নির্মাতা গল্প নিয়ে আমি ভবিষ্যতে কাজ করে চাই।

বর্তমান সময়ে ফিল্মের চিন্তা ভাবনা , গল্প বলার ধরন অনেকটাই বদলে গেছে। আমিও নতুনদের সাথে, নতুনদের চিন্তার সাথে সমন্বয় করে গল্প বলার চেষ্টা করছি। যারই একটি প্রতিফলন এইবারে র ক্লোজআপ এই সময়ের কাছের গল্প- “টেইক অফ”।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More