ফ্লোরিডায় ইন্টার মায়ামির জার্সিতে যখনই মাঠে নামেন লিওনেল মেসি, যেন শহরটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে। দর্শকভর্তি স্টেডিয়ামে তার প্রতিটি স্পর্শে ঝলমল করে ফুটবল আর ব্যবসা দুই দিকই। তাই তাকে ধরে রাখতেই মরিয়া ছিল মায়ামি। অবশেষে এল সেই সুখবর, চুক্তি বাড়ালেন আর্জেন্টাইন তারকা, আরও দুই বছর থাকছেন মায়ামিতেই।
মেসি ও ইন্টার মায়ামি দু’পক্ষই আগে থেকে ইতিবাচক ছিল, এবার সেই আলোচনা পেলো আনুষ্ঠানিক রূপ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ‘হেরন্স’দের জার্সিতে দেখা যাবে মেসিকে।
ফ্লোরিডায় পা রাখার পর থেকেই বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকারের চেহারা। মেসির উপস্থিতিতে লিগের ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া, বিশ্বজুড়ে বেড়েছে পরিচিতি। তাই এই কিংবদন্তিকে ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষের ছিল সর্বোচ্চ চেষ্টা, অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো।
চলতি মৌসুমের শেষে হওয়ার কথা ছিল মেসির আগের চুক্তি। এখন সেটি বাড়লো আরও দুই বছর। যদিও নতুন বেতনের অঙ্কটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
চুক্তি বাড়িয়ে খুশি মেসি নিজেও। তিনি বলেন, এখানে থাকতে পেরে সত্যিই আমি আনন্দিত। শুরু থেকেই বলেছিলাম, এই স্টেডিয়ামে খেলা আমার জন্য স্বপ্নের মতো। এখনো সেই অনুভূতি অপরিবর্তিত। নতুন স্টেডিয়ামে আমাদের সমর্থকদের দেখতে পাওয়ার ভাবনাটাই আমাকে রোমাঞ্চিত করে।
মায়ামিতে যোগ দিয়েই ক্লাবকে লিগস কাপ জেতান মেসি। গত মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাব জয় করে সাপোর্টার্স শিল্ড। চলতি মৌসুমেও তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা। পারফরম্যান্স ছাড়াও সামনে যে নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি, সেটিও মেসির উপস্থিতিতেই করার পরিকল্পনা ক্লাবের।
মায়ামির সহ–স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যাম বলেন, মেসির মতো আর কেউ নেই। তাকে দলে নেয়া ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। নতুন চুক্তি দেখিয়ে দিয়েছে সে এখনো কতটা প্রতিজ্ঞাবদ্ধ ও জয়ের ক্ষুধায় তাড়িত।
মেসির আগমনের পর থেকেই এমএলএসে তারকা খেলোয়াড়দের আগমন বেড়েছে। মায়ামিতে ইতিমধ্যে যোগ দিয়েছেন সুয়ারেজ, বুসকেটস, জর্ডি আলবা ও রদ্রিগো ডে পল। যদিও তাদের মধ্যে কয়েকজনের ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ক্লাব।