মানিকগঞ্জে পৃথক দুই অভিযানে দশ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ মার্চ) সকালের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন– পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) ও পশ্চিম বান্দুটিয়া এলাকার দুলাল উদ্দিন বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান ওরফে বাবু (২৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান স্যারের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পৌরসভার পশ্চিম সেওতা এলাকা থেকে আব্দুর রাজ্জাককে দশ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। অপর অভিযানে পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে হাবিবুর রহমান ওরফে বাবুকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
আফ/দীপ্ত সংবাদ