মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২০০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মানিকগঞ্জে কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকার মহারাজের মুক্তির দাবিতে মানববন্ধনে যোগ দিতে আসা বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সদর থানায় এ মামলা করা হয়। আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভুইয়া এ মামলার বাদী।

এ দিকে তৌহিদী জনতার অভিযোগ, রবিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভের দিকে বিক্ষোভ মিছিল যাওয়ার সময়; আগে থেকে অবস্থান নেওয়া আবুল সরকারের ৪০–৫০ অনুসারী বাঁশ, কাঠের লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে তাদের ওপর ‘অতর্কিত হামলা’ চালায়। এ সময় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় তৌহিদী জনতার আব্দুল আলিমসহ অন্তত তিনচারজন আহত হন।

অপরদিকে বাউল শিল্পীদের দাবি, শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত মানববন্ধনের প্রস্তুতি নিতে গেলে তৌহিদী জনতার একটি অংশ তাদের ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাউল শিল্পী আব্দুল আলিম, আরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম আহত হন।

আহত বাউল শিল্পীদের সদর হাসপাতালে ভর্তি করা হলেও রাতে নিরাপত্তাহীনতায় তারা হাসপাতাল ছাড়তে বাধ্য হন। তৌহিদী জনতার আহত সদস্যরা চিকিৎসাধীন আছেন।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ‘আহত জহিরুল ইসলামের বাবার দায়ের করা অভিযোগ গ্রহণ করা হয়েছে। এতে ২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় পালাগানের অনুষ্ঠানে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে বাউল শিল্পী ও বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার মহারাজের বিরুদ্ধে। গত ২০ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। জামিন শুনানিতে আদালত দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাহিদুল হক চন্দন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More