মানিকগঞ্জে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )। পাশাপাশি একই উপজেলা থেকে গোয়েন্দা পুলিশের পৃথক আরও একটি অভিযানে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকেলের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য মো. সাব্বির শেখ জেলার ঘিওর উপজেলার আগুনপুর গ্রামের শুকুর শেখের ছেলে। নাহিদুজ্জামান জনি ঐ উপজেলার বরংগাইল গ্রামের বশির ওরফে চুন্ন মিয়ার ছেলে এবং পলাশ খান ফেচুয়াধারা গ্রামের আওলাদ খানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়– বৃহস্পতিবার (১১ মে) বিকেলের দিকে জেলার শিবালয় উপজেলার কাতরাসিন এলাকার ভাই–ভাই হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা ইন্ডিয়ান বাজাজ কোম্পানীর একটি লাল– কালো রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের পৃথক অভিযানে শিবালয় উপজেলার বরংগাইল এলাকা থেকে নাহিদুজ্জামান জনি (৩৩) এবং মো. পলাশ খানকে (৩৬) ত্রিশ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, দুটি ঘটনায় শিবালয় ও ঘিওর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আফ/দীপ্ত সংবাদ