বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের মাদ্রাসাগুলোতেও ক্রিকেট টুর্নামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, স্কুল কলেজের মতো মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিসিবি এ উদ্যোগ নিতে চলেছে।
সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে নতুন পর্ষদ গঠিত হওয়ার পর মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বোর্ড সভায় বসেন নবনির্বাচিত সদস্যরা। সেদিনই নেয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান নির্ধারণের পাশাপাশি ক্রিকেট সম্প্রসারণের নতুন পরিকল্পনার কথাও জানানো হয়।
বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে দায়িত্ব পেয়েছেন। সভার পর অন্য এক অনুষ্ঠানে গণমাধ্যমকে বলেন, মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও ক্রিকেটার উঠে আসতে পারে, সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি।
তিনি আরও জানান, মাদ্রাসাভিত্তিক টুর্নামেন্ট আপাতত ছোট ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে হবে।
সূত্র জানায়, মাদ্রাসার ক্রিকেট প্রতিযোগিতা ১০ ওভারের ফরম্যাটে হতে পারে। বিশেষ করে আসর থেকে মাগরিবের নামাজের সময়ের মধ্যে টুর্নামেন্টের খেলা আয়োজনের চিন্তাও রয়েছে আয়োজকদের।
ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, স্কুল ও কলেজ পর্যায়ের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ প্রতিভাদের জন্য নতুন এক সুযোগের দ্বার খুলে যাবে, যা দেশের ক্রিকেটের পরিধি আরও বিস্তৃত করবে।