বিপিএল শুরু আগেই হোঁচট খেল ঢাকা ক্যাপিটালস। বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া। মাঠে হার্ট অ্যাটাক করে মৃৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করেছেন বলে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস সূত্র।
খেলোয়াড়ি জীবনে জাকি ডানহাতি অফ স্পিনার ও অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন।