মাগুরার শ্রীপুরে ছোলা সেদ্ধ করতে গিয়ে প্রেসার কুকার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও শিশু সন্তানসহ এক পরিবারের তিনজন আহত হয়েছে ।
মঙ্গলবার (২৬ শে ডিসেম্বর ) সকাল ৯ টায় জেলার শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজন হলেন,খামারপাড়া গ্রামের মো. রউফ ফকির এর ছেলে মো. নাজমুল ফকির (৩৮), তার স্ত্রী রাশিদা খাতুন (৩৫) ও ছেলে মো. রাফিন (৬)। নাজমুল ফকির এর অবস্থা কিছুটা গুরুতর।
হাসপাতালে ভর্তি নাজমুল ফকির বলেন, স্থানীয় খামারপাড়া বাজারে চায়ের দোকানের পাশাপাশি ভুনা ছোলা বিক্রি করেন তিনি। সকালে দোকানের জন্য প্রেসার কুকারে ছোলা সেদ্ধ করার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। এ সময় তারা তিনজন আহত হন।
প্রেসার কুকারটি আগে থেকেই ত্রুটিযুক্ত ছিল বলে তিনি জানান।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. মামুন–উর রশীদ বলেন, হাসপাতালে ভর্তি নাজমুল ফকিরের চোখের আঘাত কিছুটা গুরুতর । তাকে চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দেয়া হয়েছে। তার স্ত্রী ও সন্তান ঝুঁকিমুক্ত। তাদের তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন: নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণের সময় হাতেনাতে আটক
কাশেমুর শ্রাবণ/লিয়ন/দীপ্ত নিউজ