“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা লিগ্যাল এইড মাগুরার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা জজ আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা,জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু। বক্তব্য রাখেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) মো: হুমায়ন কবীর,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের দায়রা জজ এম জাহিদ হাসান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম প্রমুখ । সভায় জাতীয় আইনগত সহায়তা দিবসের নানা দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা । শেষে সেরা প্যানেল আইনজীবীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় । জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা জজ আদালত চত্বরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয় । এ মেলায় ৫টি স্টল অংশ নিয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ