মাগুরার শ্রীপুরে অনুমোদনহীন শিশুখাদ্য তৈরির অপরাধে আলমগীর হোসেন ফারুক (৪২) নামের এক ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারীকে জরিমানা করা হয়।
সোমবার (০৮ মে) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে শ্রীপুর সদর ইউনিয়নের মদনপুর গ্রামের একটি ভাড়া বাসায় গড়ে ওঠা অবৈধ কারখানায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দণ্ডিত আলমগীর হোসেন ফারুক (৪২) শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের গোলাম কুদ্দুস মোল্লার ছেলে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু জানান,আলমগীর হোসেন ফারুক দীর্ঘ সাড়ে চার বছর ধরে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য তৈরি করে বিক্রি করার উদ্দেশে বাজারজাত করেছেন।
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামানিক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানসহ সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ভোক্তা অধিকার আইনে তার কাছ থেকে ১০ হাজার টাকা ১ টাকা জরিমানা আদায় করা হয়। এরপর উদ্ধার করা ভেজাল শিশু খাদ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
এমি/দীপ্ত সংবাদ