পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’র আয়োজনে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) অভিযানে যাচ্ছেন দুই পর্বতারোহী ডা. বাবর আলী ও তানভীর আহমেদ। ‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’ শীর্ষক এ অভিযানে দুই পর্বতারোহী চেষ্টা করবেন ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’ খ্যাত এই চূড়া আরোহণের। মানাসলু পর্বতের অবস্থান নেপালের মানসিরি হিমাল রেঞ্জে।
শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকার হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এবং অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সামুদার চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস। উপস্থিত ছিলেন মুশফিকুল আজম এবং এ কে এম মাহমুদুল হাসান।
অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে দুই পর্বতারোহীর পাশে আরও দাঁড়িয়েছেন গিগাবাইট বাংলাদেশ, সিনো ভেস্ট, ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সিয়েরা রোমিও ইন্টারন্যাশনাল এবং চন্দ্রবিন্দু প্রকাশন। এ ছাড়া দেশের পর্বতারোহণ মহলের পরিচিত মুখ ও পর্বত অনুরাগীরাও উপস্থিত ছিলেন। সবশেষে বাবর এবং তানভীরের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা।
২০২৪ সালে একই অভিযানে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে আরোহণের পর এ বছরের এপ্রিল মাসে পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা–১ আরোহণ করেন পর্বতারোহী এবং ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. বাবর আলী। মানাসলু পর্বত বাবরের চতুর্থ আট হাজার মিটারি পর্বত অভিযান।