আরবিতে ‘লাইলাতুল কদর’ বা কদর রজনী, এর ফারসি হলো শবে কদর। যার অর্থ সম্মানিত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত, সম্ভাবনাময়, ভাগ্যনির্ধারণী রজনী।
পবিত্র কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআন নাজিলের রাত শবে কদর। এ রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমার জাবালে রহমত তথা হেরা পর্বতের গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল (আ.)-এর মাধ্যমে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি মহাগ্রন্থ কোরআন কারিম অবতীর্ণের সূচনা হয়।
হাদিস শরিফে এসেছে, ‘যে ব্যক্তি ইমানের সাথে ছওয়াবের প্রত্যাশা নিয়ে কদরের রাতে নামাযে দণ্ডায়মান থাকবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে।– সহীহ মুসলিম হাদিস : ৭৬০; সহীহ বুখারি হাদিস : ২০১৪
সুতরাং এই ফজিলত লাভে সচেষ্ট হওয়া আমাদের কর্তব্য। অন্তত এশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য সচেষ্ট হওয়া উচিত। যেন শবে কদরের ন্যূনতম ফজিলত লাভ করা যায়। কারণ এক হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো।– সহীহ মুসলিম হাদিস : ৬৫৬; মুসনাদে আহমদ হাদিস : ৪০৮
যূথী/দীপ্ত সংবাদ