১৬৯
রাজধানী মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে ।
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট থাকার কারণে এখনো কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলেও উল্লেখ করেন ডিউটি অফিসার।
এসএ