মক্কার মসজিদ আল–হারাম ও মদিনার মসজিদে নববী‘তে আজ (শুক্রবার, ২২ শাবান, ২১ ফেব্রুয়ারি) জুমা নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন প্রখ্যাত দুই শায়খ।
মসজিদ আল–হারাম
মসজিদ আল–হারামে আজ জুমা নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার আলেম ও কারি শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। তার জন্ম ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহর।
১৯৭৫ সালে শায়খ সালেহ মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। একই ইউনিভার্সিটি থেকে যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮২ সালে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে তিনি মসজিদ আল–হারামের ইমাম নিযুক্ত হন।
তিনি সৌদি আরব শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিল সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্ট উপদেষ্টা।
মসজিদে নববী
মসজিদে নববী‘তে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। তিনি ১৩৮০ হিজরি মক্কায় জন্মগ্রহণ করেন। এখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হয়েছিল। তার বংশ ওতাইবা গোত্রের সঙ্গে সম্পর্কিত।
তিনি অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন। এরপর তিনি ১৩৮৯ হিজরিতে শরিয়া বিজ্ঞান অধ্যয়নের জন্য আল–আরকাম ইনস্টিটিউটে যোগদান করেন। তিনি ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৩৯৯ হিজরি মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম হন। ১৪১০ হিজরি তারাবিহ নামাজের ইমামতির জন্য তাকে মসজিদ আল–হারামে ইমাম নিযুক্ত করা হয়। চার বছর তিনি মসজিদ আল–হারামে নামাজের ইমামতি করেন। ১৪১৪ হিজরি তিনি মসজিদে নববী‘তে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন
এসএ