মধ্যরাতে নিজ বাসা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেল‘কে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
মিজানুর রহমান সোহেল দৈনিক ভোরের কাগজ সংবাদপত্রের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোহেলের স্ত্রী জানান, তাকে তুলে নেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা আশরাফুল নাম এক পুলিশ সদস্য জানিয়েছেন, ডিবি প্রধান তার (সোহেল) সঙ্গে কথা বলতে চান এবং আলাপ শেষে তাকে অল্প সময়ের মধ্যেই বাসায় পৌঁছে দেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, , “তাকে এখানেই (ডিবি কার্যালয়) আনা হয়েছে।
কেন রাত ১২টার পর একজন সংবাদকর্মীকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক সোহেল‘কে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এদিকে সাংবাদিক মিজানুর রহমান সোহেল‘কে তুলে নেওয়ার ঘটনায় তার পরিবার ও সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মাসউদ/এসএ