প্রায় ২২ বছর আগে রাজধানীতে খুন হওয়া বিজ্ঞাপন মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টি সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক অভি‘কে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার এ রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ মামলার একমাত্র আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই, আসামি অভিযোগ থেকে খালাস পেয়েছেন।
রায় ঘোষণার সময় তিন্নি‘র পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন–বাংলাদেশ মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে ২০০২ সালের ১০ নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়।
এসএ