সরকার প্রতিশ্রুত অনুযায়ী কাজ করায় আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের হাসপাতালে সীমিত পরিসরে বহির্বিভাগ চালু রাখার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেইটের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ।
তিনি বলেন, ‘ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজন এবং সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলাকারী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর হাসপাতালগুলোতে ইমার্জেন্সি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই।’
কর্মসূচি নিয়ে এই সার্জন বলেন, ‘রবিবার সন্ধ্যা থেকে সারা দেশে জরুরি বিভাগের সেবা চালু রয়েছে। আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু থাকবে। সকাল ৮টা ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো। সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে।’
দাবি নিয়ে ডা. আব্দুল আহাদ বলেন, ‘আমাদের দুটি দাবি রয়েছে। এক, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয়টি হলো– স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে হবে।’
এসএ/দীপ্ত সংবাদ