সোমবার, অক্টোবর ৬, ২০২৫
সোমবার, অক্টোবর ৬, ২০২৫

ভ্রমণ ভিসায় করা যাবে ওমরাহ, জানাল সৌদি সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে দেশটিতে ভ্রমণ ভিসাসহ যেকোনো ধরনের ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে।

রবিবার (৫ অক্টোবর) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।

এতে বলা হয়, ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কামদিনা সফরকে আরও সহজলভ্য করার সরকারের দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, নতুন নীতিমালার আওতায় ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ট্যুরিস্ট, ট্রানজিট বা কর্মসংস্থান—সব ধরনের ভিসাধারীরাই এখন ওমরাহ পালন করতে পারবেন।

এ উদ্যোগের মাধ্যমে হজ ও ওমরাহ খাতের সেবা আরও সম্প্রসারিত হবে এবং ভিশন২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় মন্ত্রণালয়।

সম্প্রতি চালু হওয়া ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’এর মাধ্যমে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন, প্যাকেজ নির্বাচন, পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণসহ সব কিছুই করতে পারবেন।

পৃথক এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের লক্ষ্য হলো মুসল্লিদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় রূপ দেয়া।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More