বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল–২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে সবাই যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আমি আমার ভোট তো চাইবোই। ভোট চাওয়ার জন্যই তো এখানে এসেছি৷ ভোট না চাইলে ভোট দিবেন কি করে।
রবিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মাশরাফি বলেন, অন্য দশজন চাওয়া আর আমি চাওয়ার তো পার্থক্য আছে। যে প্রার্থী তারই তো চাইতে হবে। তাই আমি আগামী ৭ জানুয়ারি আপনাদের আহ্বান করছি, আমার জন্য না আপনাদের জন্য, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য আপনারা নৌকা মার্কায় ভোটটি দিয়ে দলমত নির্বিশেষে আমাকে কাজ করার সুযোগ যদি দেন আজকে থেকে ৫–৭ বছর পরে আপনারা বলবেন যে ছেলেটা (মাশরাফি) কিছু করে গেছে।
বক্তব্য শেষে তিনি একই ইউনিয়নের দারিয়াপুর, হোগলাডাঙ্গা ও গোপালপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
উল্লেখ্য, নড়াইল–২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বীতা করছেন আরও ৭ প্রার্থী।
আরও পড়ুন: দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন মাশরাফি
রাজু শেখ / আল/ দীপ্ত সংবাদ