এরই মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শনিবার সকল ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোটের দিন সকালে শুধু ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের আগে কিছু নাশকতা হলেও ভোটে অসুবিধা হবে না বলে আশা নিবাচন কমিশনের।
ঢাকা মহানগরীর ১৫টি আসনের জন্য আলাদা পয়েন্ট থেকে সরঞ্জাম বিতরণ করা হয়। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে দেয়া হয় ঢাকা–১৩ আসনের সরঞ্জাম। এই আসনের কেন্দ্র একশো ৩৫টি। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোটের বাক্স, কালি, কাগজসহ প্রয়োজনীয় উপকরণ বুঝে নেন।
ঢাকা মহানগরীর ১৫ আসনে মোট ভোটার ৫৬ লাখ ৩৩ হাজার ৯২২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৯৯টি। সাধারণ কেন্দ্রে ১৫ জন আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন করে আনইশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।
এরআগে সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। ভোট ঘিরে আগাম নাশকতা হলেও সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদী তিনি।
তিনি জানান, ঢাকা মহানগরীতে ভোটে লড়বেন একশো ২৬ জন প্রার্থী। প্রিজাইডিং অফিসারসহ ৩৭ হাজার ৬৯৪ জন পোলিং পার্সন দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: রাত পোহালেই ভোট; শৃঙ্খলায় ৮ লাখ সদস্য
আল / দীপ্ত সংবাদ