শখের বশে ২০২২ সালের ৯ জুলাই বিশ্বভ্রমণে বের হন ইতালির নাগরিক সার্ভেরিও এট্রাফেনি। তিনি প্রথমে গ্রীস, তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া, ইরান, পাকিস্তান ও ইন্ডিয়া হয়ে ২০২৩ সালের ২০ এপ্রিল বাংলাদেশে পা রাখেন। তার পরবর্তী গন্তব্যস্থল বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে ইন্ডিয়া ও নেপাল হয়ে পাকিস্তান। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে অবস্থিত সাধু জোসেফ গির্জার ফাদারের সাথে অবস্থান করছেন।
সার্ভেরিও এট্রাফেনি তার স্বাক্ষাৎকারে বলেন, তিনি দীর্ঘ ১২ বছর রেডিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। চাকুরী ছেড়ে তার বিশ্বভ্রমণের ইচ্ছে হলে তিনি বিশ্বকে ঘুরে দেখতে বেরিয়ে পড়েন।
তিনি ১৯৮৬ সালে ইতালির ভেরানা প্রদেশের লেনিয়া আগো শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৫ ভাই ও বোনের মধ্যে সবার ছোট। তিনি বাংলাদেশ এসে সুন্দরবন ও কক্সবাজার সমুদ্র সৈকতসহ নানা জায়গা ঘুরে দেখার কথা জানান এবং বাংলাদেশ মানুষের বন্ধুসুলভ আচরণে তিনি মুগ্ধ।
মো. কায়সার হামিদ/এমি/দীপ্ত নিউজ