দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই শেষে ফিফা প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি খেলবেন না সেটা অনেকটা জানাই ছিল।
দলের খেলায় গ্যালারিতে ঠিকই উপস্থিত ছিলেন লিও। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। যদিও ভেনেজুয়েলাকে চেপে ধরা দলটি আক্রমণে উঠে বার বার ঠিকঠাক ফিনিশিংয়ে ব্যর্থ হয়েছে। অবশেষে ম্যাচের ৩১ মিনিটে মার্টিনেজের পাস থেকে দলকে একমাত্র জয়সূচক গোলটি এনে দেন লো সেলসো।
শেষ পর্যন্ত কোন গোল না হওয়ায় ভেনেজুয়েলার বিপক্ষে ১–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অক্টোবর উইন্ডোতে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে পরের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা।