সকালে আঘাত হানা ভূমিকম্পের কারণে নরসিংদী জেলার ঘোড়াশালসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ রয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক বার্তায় এই তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
এতে বলা হয়েছে, ভূমিকম্পজনিত কারণে ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্হানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থা সাময়িক বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
পিডিবি জনসংযোগ দপ্তর পরিচালক শামীম হাসান জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল, তবে ভূমিকম্পের পরে আরেকটি ইউনিটও বন্ধ হয়ে গেছে। এছাড়াও, বিবিয়ানায় ইউনাইটেড–এর একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এসএ