সুষ্ঠ নির্বাচন হবে, নিষেধাজ্ঞা ও ভিসা নীতির পরোয়া করিনা বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর প্রবেশমূখ সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামিলীগের আয়োজনে ‘বিএনপি–জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে‘ আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ফকরুলের গলার আওয়াজ নরম হয়ে গেছে৷ বেচারা ছুটে ছুটে ঠাকুরগাঁও যায়৷ ঠাকুরগাঁও গিয়ে খুঁজে লোকজন আছেনি। লোকজন আস্তে আস্তে কেটে পরবে। লোক আর থাকবে না। বিএনপির এই লাফালাফি, বাড়াবাড়ি জনগণের কোনো লাভ নাই৷ তারা আবারও চুরি করবে, আবারও লোটপাট করবে, আবারও দুর্নীতি করবে, আবারও বিদ্যুতের জায়গায় খামবা দিবে৷ এইসব উদ্দেশ্য নিয়ে বস্তায় বস্তায় টাকা বানাবে। এ জন্যই এতো লাফালাফি। যদি কোন ভাবে ক্ষমতায় বসা যায়।
এসময় তিনি আরও বলেন,বিএনপি গণতন্ত্র গিলে খাবে। এরা বিদ্যুৎ গিলে খাবে। এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গিলে খাবে। এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতাকে গিলে খাবে। এরা ক্ষমতায় গেলে আবারও দুর্নিতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য বলেন, তারেক রহমান মুচলেকা দিয়েছিলো আর রাজনীতি করবে না। কাপুরুষের আন্দোলন কোনো দিনও সফল হবে না।
এর আগে সমাবেশকে ঘিরে আমিনবাজার ট্রাক টার্মিনালের পাশে ঢাকা আরিচা– মহাসড়কের সার্ভিস লেনে মিছিল নিয়ে জড়ো হতে থাকে আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশের মঞ্চ মহাসড়কের সার্ভিস লেনের পাশে স্থাপন করায় নেতাকর্মীদের মিছিলের কারনে মহাসড়কে থেমে থেমে চলে যানবাহন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামিলীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাড. কামরুল ইসলাম,জাহাঙ্গীর কবীর নানক,যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা–১৯ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান,, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এম এ হালিম/ আল / দীপ্ত সংবাদ