এবারের হজযাত্রায় নিন্ধনকৃত চার হাজারের বেশী যাত্রীর ভিসা কার্যক্রম এখনও শেষ হয়নি। এ বিষয়ে বেশ কয়েকটি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিস ও দ্রুত ভিসা সম্পন্নের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–হাব।
হজযাত্রার নবম দিনে শুক্রবার (১৭ মে) ফ্লাইটের নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীরা রাজধানীর আশকোনার হজক্যাম্পে উপস্থিত হন।
এবার এক লাখ ২৭ হাজারের বেশি হজযাত্রীর কোটা থাকলেও বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৮৫ হাজার ১১৭ জন।
কোটা পূরণ না হলেও হজযাত্রায় ভিসা জটিলতা এখনও কাটেনি। ধর্ম মন্ত্রণালয়ের সব শেষ তথ্য অনুযায়ী, নিন্ধনের বিপরীতে ভিসা পেয়েছেন ৮০ হাজার ৬৪১ জন। অর্থাৎ, এখনও বাকি ৪ হাজার ৪৭৬ জনের ভিসাপ্রাপ্তি।
নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারায় বৃহস্পতিবার ১২টি এজেন্সিকে নোটিশ পাঠানো হয়। তবে দ্রুতই জটিলতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন হাবের সভাপতি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।
হজ ক্যাম্পেই ইমিগ্রেশনের কাজ হওয়ায় যাত্রীদের বেশ সুবিধা হচ্ছে বলেও জানালেন হাব সভাপতি।
হজ যাত্রায় ২২৮টি ফ্লাইটের মধ্যে ১১৮টিই পরিচালনা করবে বিমান বাংলাদেশ। শুক্রবার পর্যন্ত সৌদি পৌঁছেছেন প্রায় ২৬ হাজার হজযাত্রী।
আল / দীপ্ত সংবাদ