নীলফামারীর ডোমারে ভিজিএফ এর চাল নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের পাল্টাপাল্টি অভিযোগের পর আটককৃত চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকালে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপির উপস্থিতিতে আটককৃত ২১ বস্তা
(৫০ কেজির বস্তা) চাল দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
হরিণচড়া ৫নং ইউপি সদস্য লুৎফর রহমানের অভিযোগ করেন ভিজিএফ কার্ডধারী কয়েকজনকে চাল না দিয়ে চালগুলো অসৎ উদ্দোশ্যে ইউপি কার্যালয়ে জমা রাখেন চেয়ারম্যান রাসেল রানা।
চেয়ারম্যান রাসেল রানা বলেন, ৩ নং ওয়ার্ড সদস্য দুস্থদের কার্ড না দিয়ে ফরিদুল নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। চালগুলো আটক করে ট্যাগ অফিসার আমার জিম্মায় রাখেন। সেই কাগজপত্র আমার কাছে রয়েছে। আমার জিম্মায় থাকা চাল নিয়ে কতিপয় ব্যাক্তি মিথ্যাচার করছেন।
ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাটি সত্যতা উৎঘাটনে তদন্তাধিন রয়েছে। জমাকৃত চাল দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
ইয়াছিন সিথুন/এসএ/দীপ্ত নিউজ