রাতভর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর। তলিয়ে গেছে শহরের প্রধান সড়কগুলো। গোটা কলকাতা যেন ভাসছে পানির ওপর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আট জনের।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে ছয় ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হয়েছে শহরটিতে। কলকাতার বিভিন্ন জায়গায় ১৫০ থেকে ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহরের বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুরে এলাকায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে ।
জলাবদ্ধতার কারণে নগরে ব্যাপক যানজট দেখা দিয়েছে। পাশাপাশি শহরের রেল ও মেট্রো সেবার ওপরও প্রভাব পড়েছে। শহরের অনেক নিচু এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। কয়েকটি স্কুল বৃষ্টির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কগুলো জলাবদ্ধ থাকায় কলকাতা বিমানবন্দরের অভিমুখী যাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, আজ ফ্লাইট বিলম্বিত হতে পারে।
পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘দক্ষিণবঙ্গ জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বয়ে গেছে। এছাড়া দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের আর জেলাগুলিতে জারি হয়েছে হলদু সতর্কতা।‘
এদিকে শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা বেশি ছিল। কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এ ছাড়া জোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তোপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া দপ্তর বলেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এই ভারী বৃষ্টি হচ্ছে। কলকাতা শহরে আরও বৃষ্টি হতে পারে জানায় তারা।