চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বায়েজিদ বোস্তামী সড়কের ওপর নির্মিত একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে অন্যপাশে সীমিতভাবে যান চলাচল করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ছয়টার দিকে অক্সিজেন এলাকার স্টার শিপ গলি সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে।
রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরের অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনি তৈরি করে রাখা হয়েছে। যান চলাচলে ধীর গতির কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।
এদিকে এ ঘটনার পর আজ সকালে ধসে যাওয়া সড়ক পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ভারী বর্ষণের কারণে পানির প্রবল চাপেই সেতুটি ভেঙে গেছে। ১৯৮০ সালের দিকে সেতুটি ইট দিয়ে তৈরি করা হয়েছিল। তাই সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত হওয়ায় পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে সেতুটির পাশ থেকে মাটি সরে যেতে থাকে। এতে সেতুটির এক পাশ দুর্বল হয়ে পড়ে। আজকে ভারী বর্ষণে সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে।
রুনা/আল