দুইদিন পরই শুরু হতে যাচ্ছে বিশ ওভারের বৈশ্বিক মহাযুদ্ধ। এর আগে শঙ্কা দেখা দিয়েছে ভারত–পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়ে। এই ম্যাচকে ঘিরে জঙ্গি হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে নিউইয়র্কের গভর্নর কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। এই ম্যাচ ছাড়া আর ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। হামলার হুমকি আসার পর পুরো নিউইয়র্ক জুড়ে নিরাপত্তা জোরদার করছে অঙ্গরাজ্যটির সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোসুল জানিয়েছেন, খেলাগুলো যেন সুষ্ঠুভাবে হতে পারে, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে অঙ্গরাজ্যের সরকার। ইতিমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তার প্রশাসন।
ক্রিকইনফো আরও জানিয়েছে, আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘ইভেন্টে প্রত্যেকের নিরাপত্তা এবং নিরাপত্তা আমাদের এক নম্বর অগ্রাধিকার এবং আমাদের কাছে একটি ব্যাপক এবং শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের আয়োজক দেশগুলোর কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং ক্রমাগত বিশ্বব্যাপী ল্যান্ডস্কেপ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করি। আমাদের ইভেন্টে চিহ্নিত যেকোনো ঝুঁকি কমানোর জন্য উপযুক্ত পরিকল্পনা রয়েছে।’
আল / দীপ্ত সংবাদ