রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

ভারত থেকে ফেন্সিডিল আনার সময় ২ কারবারি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ফেন্সিডিলের চালানসহ দুই কারবারি আটক করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংএ এমন তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আজিম উল আহসান।

আটককৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে মাসুম মোড়ল (৩৫) ও একই জেলার শার্মা উপজেলার পশ্চিমকোট গ্রামের তাইজেল গাজীর ছেলে ইমরান নাজির (২৪)

এসপি বলেন, গতকাল বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে গাড়ী ভরে ফেন্সিডিলের একটি চালান আসছে। সে সময় মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ বাজারে চেকপোষ্ট স্থাপন করে। এরপর তারা দেখতে পায় সাদা রঙের একটি মাইক্রোবাস আসছে। সন্দেহ হলে তারা মাইক্রোটির গতিরোধ করে। এরপর আসামীরা বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধরা হয়। পরবর্তীতে গাড়ি তল্লাসি করে ৪০৬ বোতল ভারতীয় ফেন্সিডিলের ৩টি বস্তা তারা উদ্ধার করে। যার আনুমানিক বাজার দর ১৪ লাখ ২১ হাজার টাকা। সেখানে দুইজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে স্থানীয় থানায় মামরা রুজু কের আসামীদের কোর্টে চালান দেওয়া হবে।

 

শাহরিয়ার আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More