ভারতে পাচারকালে সাতক্ষীরার কালিয়ানি সীমান্তে নয় পিস সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্তের কালিয়ানি মসজিদের মোড় থেকে নয়টি সোনার বারসহ এক ব্যক্তিতে আটক করেছে বিজিবি।
আটককৃতের নাম আমজাদ হোসেন খোকন (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী কালিয়ানি গ্রামের মাজেদ মোল্লার ছেলে।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক জানান, এক ব্যক্তি বিপুল পরিমানে সোনা ভারতে পাচার করবে এমন গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে বৈকারী বিওপি ক্যাম্পের সুবদোর বদরুল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা কালিয়ানি মসজিদ মোড়ে অবস্থান নেন। এ সময় এক ব্যক্তি মটর সাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ভাজে রাখা নয় পিস সোনার বার উদ্ধার করা হয়।
আটক করা হয় তার হীরো মটর সাইকেলটি। জব্দকৃত সোনার মূল্য এক কোটি দুই লাখ ১০ হাজার ৩২০ টাকা। আটককৃত সোনা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে আমজাদ হোসেনের নাম উল্লেখ করা বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বৃহষ্পতিবার আদালতে পাঠানো হবে।
খান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ