ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে আসামের বিরোধী দলগুলো।
মঙ্গলবার (১২ মার্চ) এ ধর্মঘট ডেকেছে আসামের বিরোধী দলগুলো।
আইনটি নিয়ে এরই মধ্যে আসামসহ উত্তর–পূর্ব ভারতে বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার রাতে আসামের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আইনের অনুলিপি পুড়িয়ে প্রতিবাদ জানায়। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ভারতে নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫
সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল–সহ বিরোধী দলগুলির নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০১৯ সালের ডিসেম্বরে এই আইন পাস করে। আইনটি পাস হওয়ার সময় রাজধানী দিল্লিতে অবরোধ ও দাঙ্গাসহ সারা ভারতে প্রতিবাদ হয়।
সোমবার ভারতে কার্যকর করা হয় বিতর্কিত সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন।
আল / দীপ্ত সংবাদ